Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাটগ্রাম উপজেলা পরিষদের তত্বাবধানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চালূ করা হয়েছে।
Details

পাটগ্রাম উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি

        পাটগ্রাম উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০১৪-২০১৫ অর্থবছরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চালূ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত পাটগ্রাম উপজেলার  শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উপজেলা পরিষদের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি আবেদনের শর্তাবলী :

১। পাটগ্রাম উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হবে।

৩। সকল সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়/ প্রকৌশল বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন

    করতে পারবে।

৪।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শুধুমাত্র ঢাকা কলেজ/কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ/বেগম রোকেয়া কলেজ ও

    রংপুর   সরকারি   কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

 

আবেদন ফরম প্রাপ্তি ও জমা প্রদানের স্থান :  উপজেলা পরিষদ কার্যালয়,পাটগ্রাম,লালমনিরহাট।  

        উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়,পাটগ্রাম,লালমনিরহাট।

           

            এছাড়াও পাটগ্রাম উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি আবেদন ফরম   patgram.lalmonirhat.gov.bd ওয়েব সাইট থেকে ডাউনলোড করে স্বহস্তে পূরণ  করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ    upz.patgram@gmail.com এই ঠিকানায় ইমেইল করে পাঠানো যাবে।

Images
Attachments